সর্বশেষ

33.7 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

প্রতারিত হয়ে অর্থকষ্টে ‘কাচা বাদাম’ এর গায়ক

টপ নিউজ ডেস্কঃ কাঁচা বাদামের গুণগাণ গেয়ে ভাইরাল হওয়া ভুবন বাদ্যকরকে চেনেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। পরিচিতি পাওয়ার পর ‘কাঁচা বাদাম’ খ্যাত এই গায়কের উত্থানও ছিল দেখার মতো। রাতারাতি বাড়ি গাড়ি করে ফেলেন তিনি। একাধিক মিউজিক ভিডিও প্রকাশ করেন। সেসবও ছড়িয়ে পড়েছিল।

কিন্তু হঠাৎ হাওয়া হয়ে যান ভুবন। অনেকদিন ধরে না আসছিল তার নতুন গান, না পাওয়া যাচ্ছিল তাকে। অবশেষে খোঁজ মিলেছে তার। ‘কাচা বাদাম’ গানের এই গায়ক ভালো নেই। প্রতারিত হয়ে অর্থকষ্টে দিন কাটছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ভুবন জানান, প্রতারিত হয়েছেন তিনি। এক প্রতিষ্ঠান তার গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে । ফলে কপিরাইটের ফাঁদে পড়ে এখন ‘বাদাম’ শব্দই উচ্চারণ করতে পারছেন না তিনি।’ এ প্রসঙ্গে ভুবন বলেন, ‘যখন গান গাইছি, বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর গান বন্ধ (সরিয়ে) করে দিচ্ছে। …. কোথাও গান গাইলেই এই সমস্যা। চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে।’

ভুবন আরও বলেন, ‘আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরেজি পড়তে জানি না। আমাকে এখন বলছে তোমার গান আমি কিনে নিয়েছি। ফোন করলে ফোনও ধরে না এখন।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles