সর্বশেষ

30.3 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

প্রথমবারের মতো পাঙ্গাশ মাছের পোনা রপ্তানি হলো ভারতে

টপ নিউজ ডেস্কঃ বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতে পাঙ্গাস মাছের চারা পোনা রপ্তানি হলো । যার প্রথম চালানে ১ লাখ মাছের পোনা রপ্তানি করা হয়েছে ভারতে ।

বুধবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার সময় চারা মাছ বোঝায় ট্রাকটি ভারতে প্রবেশ করে বেনাপোল বন্দর দিয়ে । এ চারা মাছের পোনা রপ্তানিকারক প্রতিষ্ঠান শার্শার জনতা ফিস ও ভারতের পি আর ফুড আমদানিকারক । এছাড়া প্রতি কেজি চারা মাছের পোনা রপ্তানি করা হয়েছে ১০ ডলার মূল্যে । এ চারা মাছের পোনা ভারতে রপ্তানি করতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজ পত্র বেনাপোলের গণি অ্যান্ড সন্স নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান দাখিল করেছে ।

জনতা ফিসের স্বত্বাধীকারী জানান, বাংলাদেশ থেকে এই প্রথম তারা চারা মাছের পোনা ভারতে রপ্তানির অনুমতি পেয়েছেন । এ মাছের পোনা আগে ভারতে যেত অবৈধভাবে । তবে বর্তমানে বাংলাদেশ সরকার রপ্তানি অনুমতি দেওয়ায় দেশে আসবে বৈদেশিক মুদ্রা । এছাড়া দেশে মাছের হ্যাচারিগুলো আরো চারা মাছ উৎপাদন করতে উৎসাহী হবে এবং কর্মসংস্থান হবে দেশে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles