সর্বশেষ

30.3 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন নতুন ৩ রেলপথ

টপ নিউজ ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ের আওতায় নির্মিত নতুন তিনটি গুরুত্বপূর্ণ রেলপথ উদ্বোধন করেছেন । বৃহস্পতিবার নিজ বাসবভন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই রেলপথগুলো উদ্বোধন করেন ।

এসময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন টঙ্গী-জয়দেবপুর অংশে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্য প্রান্তে উপস্থিত ছিলেন কুমিল্লার শশীদল থেকে রাজাপুর, টঙ্গী ও জয়দেবপুর এবং পাবনার ঈশ্বরদীর রূপপুর সেকশনে সংশ্লিষ্টরা কর্মকর্তারা ।

বাংলাদেশ রেলপথে যুক্ত হয়েছে রেলওয়ের নতুন তিন প্রকল্পের আওতায় নির্মিত ৬৯ দশমিক ২০ কিলোমিটার ।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রেলপথকে ডাবল লাইনে উন্নীত করতে আখাউড়া-লাকসাম সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন করা হচ্ছে ৭২ কিলোমিটার । ৯ বছরেও শেষ হয়নি ৬ হাজার ৫০৪ কোটি টাকার এই প্রকল্পের কাজ । এই রুটের কসবা থেকে মন্দবাগ ও শশীদল থেকে রাজাপুর পর্যন্ত ১৫ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ নির্মাণকাজ চলছে এবং এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত দ্বিতীয় ডুয়েলগেজ রেললাইন।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles