সর্বশেষ

26.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

প্রধানমন্ত্রী উদ্বোধন করেন আজ হজ কার্যক্রম

টপ নিউজ ডেস্কঃ চলতি বছরের হজ কার্যক্রম আজ শুক্রবার (১৯ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সকাল ১০টায় এ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪০ হজযাত্রী, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধিরা। আশকোনা হজ অফিস ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উদ্বোধনের পর হজ ফ্লাইট শুরু হবে ২১ মে থেকে।

জানা যায়, এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজচুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। আশকোনা হজ ক্যাম্প, হজ এজেন্সি হাব ও ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রায় ৬ হাজার ৭০৭ জন চলতি বছর হজের ব্যয় বাড়ার কারণে সময়মতো টাকা জমা দেননি। এ কারণে তারা হজ পালনে বাদ পড়েছেন। এবার সরকারি-বেসরকারিভাবে ১ লাখ ২০ হাজার ৪৯১ জন বাংলাদেশি হজ পালনে যাবেন। একজন করে গাইড থাকছেন ৪০ হজযাত্রীর জন্য।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles