সর্বশেষ

43.1 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

প্রযুক্তিপণ্যের দামে দিশেহারা ক্রেতা

টপ নিউজ ডেস্কঃ সাধারণ মানের একটি ডেস্কটপ কম্পিউটার কিনতে আগারগাঁওয়ের আইডিবি ভবন মার্কেটে পুরান ঢাকার ব্যবসায়ী জুলকার নাইম এসেছিলেন । মনিটর বাদেই কোর-আইথ্রি সিরিজের কম্পিউটারের যে দাম দোকানিরা চাইছেন, তাতে নাইমের চক্ষু চড়কগাছ । ব্যবসায়ীদের দাবি, যুদ্ধের কারণে বৈশ্বিক অস্থিরতা আর ভ্যাট বৃদ্ধির কারণে গত তিন মাসে প্রযুক্তিপণ্যের ৩০-৪০ শতাংশ দাম বেড়েছে । একই সঙ্গে সরকারের কৃচ্ছ্রসাধন নীতির কারণে সব পণ্যের বিক্রি ৩০ শতাংশ পর্যন্ত কমেছে। লোকসান টেনে কুলাতে না পেরে অনেকেই ছেড়েছেন ব্যবসা। বাজার কবে স্থির হবে তার ধারণাও পাচ্ছেন না তারা।

রাজধানীর আইডিবি মার্কেট, মিরপুর ১০ নম্বর এবং এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি মার্কেটের প্রযুক্তিপণ্যের দোকান ঘুরে চোখে পড়েছে বাজারের এ পরিস্থিতি । তিন মাস আগের এবং বর্তমান দাম তুলনা করে দেখা গেছে, প্রতিটি পণ্যের দাম ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে । মাউস, কি-বোর্ডের মতো খুচরা পণ্যের দামও ৫০-১০০ টাকা পর্যন্ত বেড়েছে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles