সর্বশেষ

36.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

প্রস্তুত জাতীয় ঈদগাহ ৩৫ হাজার মুসল্লির নামাজের জন্য

টপ নিউজ ডেস্কঃ সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবেআসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত। সেখানে ঈদের নামাজ আদায় করবেন প্রায় ৩৫ হাজার মুসল্লি। সে লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, শেষ পর্যায়ে আমাদের সার্বিক প্রস্তুতি। এক সঙ্গে ঈদের নামাজ আদায়ে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত।

জানা গেছে, জাতীয় ঈদগাহ প্যান্ডেলের ক্ষেত্রফল ৩০ বর্গমিটার (প্রায়)। প্রায় ২৫০ জন অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ নারী অংশ নেবেন জাতীয় ঈদগাহে। এছাড়া প্রায় ৩১ হাজার সাধারণ পুরুষ এবং ৩ হাজার ৫০০ জন নারী মিলিয়ে নামাজে অংশ নেবেন প্রায় ৩৫ হাজার মানুষ।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles