সর্বশেষ

36.4 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

প্রাক-প্রাথমিক শিশুরা আবারও বিদ্যালয় প্রাঙ্গনে

করোনায় টানা দুই বছর বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস খুলে দেওয়া হয়েছে। প্রাক-প্রাথমিকের প্লে, নার্সারি ও কেজির কোমলমতি শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে  বিদ্যালয় প্রাঙ্গণ।

গত বছরের ১২ সেপ্টেম্বর  এবং চলতি বছরের ২ মার্চ থেকে দুই দফায় স্কুল খুলে দেওয়া হলেও প্রাক-প্রাথমিকের এই ক্ষুদে ছাত্রছাত্রীরা ঘরে বসেই অনলাইন ক্লাস করেছে। তারা বিদ্যালয়ে যেতে পারেনি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এ প্রসঙ্গে জানান,  মঙ্গলবার থেকে প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন, প্রতি রবি ও মঙ্গলবার প্রাক-প্রাথমিকের ক্লাস হবে।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান, আজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুরোদমে ক্লাস শুরু হচ্ছে । এখন থেকে পূর্ণ রুটিনে ক্লাস চলবে শিক্ষার্থীরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles