সর্বশেষ

41.7 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

প্লেনের ককপিটে বসেই দুই পাইলটের মারামারি

টপ নিউজ ডেস্কঃ মাঝআকাশে প্লেনের ককপিটে বসেই এয়ার ফ্রান্সের দুই পাইলট মারামারিতে জড়িয়েছেন । গত জুন মাসে জেনেভা থেকে প্যারিসগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে । এর জেরে তাদের দুজনকেই করা হয়েছে সাময়িক বরখাস্ত ।

সুইস লা ট্রিবিউনা ডেইলির খবর অনুসারে, প্লেনটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই জড়িয়ে পড়েন তর্কাতর্কিতে এর পাইলট ও কো-পাইলট। একপর্যায়ে একে অপরের শার্টের কলার ধরেন এবং শুরু করেন মারামারিও তারা। কেবিন ক্রুদের হস্তক্ষেপে মারামারি থামে শেষপর্যন্ত । তবে ফের ঝামেলা যেন না হয়, তার জন্য একজন কেবিন ক্রু বাকি পুরোটা পথ পাইলটদের সঙ্গে ছিলেন ককপিটেই । গত রোববার (১৮ আগস্ট) এয়ার ফ্রান্সের এক কর্মকর্তা জানিয়েছেন, পাইলটদের মারামারি সত্ত্বেও গন্তব্যে পৌঁছায় ফ্লাইটটি নিরাপদে । গত বুধবার ফ্রান্সের বিমান তদন্ত সংস্থা বিইএ’র এক প্রতিবেদনে বলা হয়, এয়ার ফ্রান্সের কিছু পাইলটের নিরাপত্তা প্রোটোকল অনুসরণে অভাব রয়েছে কঠোরতার । প্রতিবেদনটি প্রকাশের পরেই পাইলটদের মারামারির খবর সামনে আসে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles