সর্বশেষ

39.4 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড

টপ নিউজ ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চেবড় ম্যাচ, বড় লক্ষ্য, প্রতিপক্ষ শক্তিশালী ভারত- কোনোকিছুই যেন ভয় ধরাতে পারেনি ইংলিশ ওপেনারদের মনে। রীতিমতো ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। কোনো উইকেট না হারিয়েই এ দুজনের অপরাজিত ব্যাটে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।

বিশ্বকাপের ২য় সেমিফাইনালে অ্যাডিলেড ওভালে আজ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। অধিনায়কের মান রেখেছেন ইংলিশ পেসাররা। পাওয়ারপ্লেতে ভারতীয় ব্যাটারদের চড়াও হওয়ার কোনো সুযোগ দেননি স্যাম কারান-ক্রিস ওকসরা। বোলারদের তোপ এড়িয়ে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেন ভারত। জবাবে ২৪ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে জস বাটলারের দল।

দাপুটে এ জয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বকাপ ফাইনালে তৃতীয়বারের মতো উঠল ইংলিশরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান। আগামী ১৩ নভেম্বর (রবিবার) বাংলাদেশ সময় দুপুর ২টায় শিরোপা জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে দুই দল।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles