সর্বশেষ

33.7 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ দিবসসমূহ

মানুষের জীবনের প্রতিটি মূহূর্তই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি মূহূর্তকেই উদযাপন করা উচিত। কিন্তু কখনও কখনও কাজের চাপে, সময়ের অভাবে উদযাপন করা সম্ভব হয় না। তাই বিশেষ মূহূর্ত উদযাপনে নির্বাচন করা হয় বিশেষ দিন বা দিবস। তবে প্রতিদিন পৃথিবী জুড়ে পালিত হয় কতশত দিবস। গুরুত্বপূর্ণ দিবসগুলো চাকরী, সাধারণ জ্ঞান ও কুইজে একটি গুরুত্বপূর্ণ বিষয়। জেনে নিন ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবসসমূহ:

জাতীয় জাতীয়ভাবে পালিত আন্তর্জাতিক দিবসসমূহ

১ ফেব্রুয়ারি= বিশ্ব হিজাব দিবস।

২ ফেব্রুয়ারি= বিশ্ব জলাভূমি দিবস।

৪ ফেব্রুয়ারি= বিশ্ব ক্যান্সার দিবস।

৫ ফেব্রুয়ারি= কাশ্মীর সংহতি দিবস।

৬ ফেব্রুয়ারি= আপন্তর্জাতিক ফ্যামিলি জেনিটাল মিউটিলেশনের জিরো টলারেন্স দিবস।

১০ ফেব্রুয়ারি= নিরাপদ ইন্টারনেট দিবস।

১১ ফেব্রুয়ারি= নেলসন ম্যান্ডেলার মুক্তি দিবস।

১২ ফেব্রুয়ারি= ডারউইন দিবস, বিশ্ব রোগী দিবস।

১৩ ফেব্রুয়ারি= বিশ্ব বেতার দিবস।

১৪ ফেব্রুয়ারি= বিশ্ব ভালবাসা দিবস, সুন্দরবন দিবস।

১৫ ফেব্রুয়ারি= আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস।

২০ ফেব্রুয়ারি= বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস।

২১ ফেব্রুয়ারি= আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

২২ ফেব্রুয়ারি= আন্তর্জাতিক স্কাউট দিবস।

২৩ ফেব্রুয়ারি= বিশ্ব শান্তি ও সমঝোতা দিবস

২৪ ফেব্রুয়ারি= আল কুদস্‌ দিবস।

২৮ ফেব্রুয়ারি= ডায়াবেটিস সচেতনতা দিবস

এই হলো ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিন এবং তারিখ যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles