সর্বশেষ

36.1 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ফের লকডাউন উহানে

টপ নিউজ ডেস্কঃ চীনের হুবেই প্রদেশের উহান শহরে জারি করা হয়েছে ফের লকডাউন । ফলে এখন ঘরবন্দি ওই শহরের প্রায় ১০ লাখ মানুষ । নতুন করে বেশ কয়েকজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় কর্তৃপক্ষ লকডাউন জারি করেছে । নতুন করে করোনার চারটি কেস শনাক্ত হওয়ায় জিয়াংশিয়া জেলার বাসিন্দাদের আগামী তিনদিন অবস্থান করতে বলা হয়েছে নিজেদের বাড়িতেই । যে কয়েকজন রোগী শনাক্ত হয়েছেন তারা উপসর্গহীন প্রত্যেকেই ।

২০১৯ সালের ডিসেম্বরে এই উহান শহরেই করোনার অস্তিত্ব ধরা পড়ে প্রথম । সে সময় শুরু থেকেই লকডাউন জারি করা হয় ওই শহরে । করোনা শনাক্তের পর থেকেই অনুসরণ করছে চীন জিরো কোভিড নীতি । একই সঙ্গে গণটেস্টিং, কঠোর লকডাউন এবং মেনে চলা হচ্ছে আইসোলেশন ।

এর ফলে বিশ্বের অনেক দেশেই যখন করোনায় মৃত্যু হয়েছে লাখ লাখ তখন চীন সংক্রমণ ও মৃত্যু দুই-ই সক্ষম হয়েছে কমিয়ে আনতে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles