সর্বশেষ

31.5 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ফেসবুক ব্যবহারকারীদের শীর্ষ তিন দেশের মধ্যে বাংলাদেশ

টপ নিউজ ডেস্কঃ সবচেয়ে বেশি সময় সক্রিয় থাকা ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তালিকা প্রকাশ করেছে । এই তালিকায় শীর্ষ তিন দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানায় এই তথ্য। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরে প্রতিদিন গড়ে প্রায় ২০০ কোটি মানুষ একবার হলেও প্রবেশ করেছেন ফেসবুকে । সবচেয়ে বেশি ব্যবহারকারী বাংলাদেশ, ভারত ও ফিলিপাইন থেকে প্রবেশ করেছে।

২০২১ সালের ডিসেম্বরে ফেসবুকে দৈনিক গড় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯৩ কোটি। সেই বছরের তুলনায় গত ডিসেম্বরে এই সংখ্যা ৭ কোটি বেড়েছে। যা প্রায় চার শতাংশ বেশি। মেটা বলছে, মূলত এই তিনটি দেশের নাগরিকদের জন্যই বেড়েছে ফেসবুকের গড় ব্যবহারকারীর সংখ্যা । মাসিক সক্রিয় ব্যবহারকারীর তালিকাও প্রকাশ করেছে মেটা। এই তালিকায়ও শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশ। শীর্ষ তালিকায় থাকা অন্য দুটি দেশ ভারত ও নাইজেরিয়া।

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ, ভারত ও নাইজেরিয়ার নাগরিকরা সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করেছেন। এ ছাড়া ২০২১ সালের তুলনায় ২০২২ সালের ডিসেম্বরে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২ শতাংশ ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles