সর্বশেষ

41.7 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

বইমেলায় এলো না প্রথম শিশু প্রহর

হালুম-ইকরির অপেক্ষায় শিশুরা

টপ নিউজ ডেস্কঃ প্রতিবারই বইমেলায় অন্যতম একটি আয়োজন শিশু প্রহর। বইমেলা চলাকালীন শুক্র ও শনিবার আয়োজন করা হয় শিশু প্রহরের। মূলত শিশু প্রহরে শিশুরা যেন মেলা প্রাঙ্গণে পরিবারের সদস্যের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ঘুরতে এবং তাদের পছন্দের বই খুঁজে নিতে পারে সেজন্যই শিশু প্রহর ঘোষণা করে বাংলা একাডেমি।

এবারের বইমেলাতেও রয়েছে শিশু প্রহর। বেলা এগারোটা থেকে শিশু প্রহর শুরু হলেও সিসিমপুরের ইকরি, শিকু, হালুম ও টুকটুকিরা উপস্থিত না হওয়ায় পুরোপুরি জমে উঠেনি শিশু প্রহর। অমর একুশে বইমেলার আজ তৃতীয় দিন শুক্রবার প্রথম শিশুপ্রহর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বেলা বারোটার দিকে একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে আজ শিশু প্রহর হচ্ছে না। শিশু প্রহরের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সাজসজ্জাসহ তাদের সকল কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন। তাদের সকল কাজ সম্পন্ন করতে আজকের দিনটি লাগবে। ফলে কাল শনিবার থেকেই শুরু হবে শিশু প্রহর। বেলা এগারোটায় শুরু হয়ে শিশুপ্রহর চলবে বেলা একটা পর্যন্ত।

তবে আজ বাবা-মায়ের হাত ধরে মেলায় আসতে দেখা গেছে অনেক শিশুকেই। তারা মেলায় ঘোরাঘুরি করলেও নজর রাখছিলো কখন আসবে তাদের প্রিয় চরিত্ররা। তাদের দেখা না পেয়ে শিশু চত্বরের পাশের বেঞ্চিতে কিছুটা মন খারাপ করে বসে ছিলো কেউ কেউ।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles