সর্বশেষ

33.1 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বছরের শেষ দিনের বাজারদর

নিজস্ব প্রতিবেদক:  সময়টা শীতকাল। এই মৌসুমে বাজারদরে সবজিতে মিলছে সস্তি । শীতকালীন সবজিতে বাজার রয়েছে ভরপুর। মাছের বাজার বেশ চড়া তবে মাংসের দাম অনেকটা আগের মতোই রয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) রাজশাহীর নিউ মার্কেট সংলগ্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায়, সবজি কিনতে যেয়ে ক্রেতাদের মধ্যে সস্তি বেশ । কারন বাজারে রয়েছে অনেক পদের সবজি, সাথে দামও হাতের নাগালে ।

 

বাজারে কাঁচা সবজির মধ্যে শিম ৩০ টাকা কেজি, ফুলকপি ১০ টাকা কেজি, গাজর-টমেটো-শসা ৪০ টাকা কেজি, লাউ প্রতি ২০ টাকা, বাধাকপি প্রতি ১৫ টাকা, পিঁয়াজের কলি ৮ টাকা আটি, বেগুন ১৫-২০ টাকা কেজি।

https://www.facebook.com/topnews24online/videos/544577471051164/

অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিস এর মধ্যে আঠাশ চাল ৬০-৬৫ টাকা কেজি, জিরা চাল ৭৫ টাকা, মসুর ডাল ১০০-১৪০ টাকা কেজি, বোতলজাত সয়াবিন তেল ১৮৮ টাকা লিটার, আটা ৬০-৭০ টাকা কেজি।

নতুন আলু কেজি প্রতি ২৮ টাকা, পুরানো আলু ২০ টাকা, পিঁয়াজ ৩০ টাকা, রসুন ১০০-১৩০ টাকা কেজি। সাদা ডিম প্রতি হালি ৩৪ টাকা এবং লাল ডিম ৩৬-৩৮ টাকা হালি।

মাছ-মাংসের বাজারের মধ্যে গরুর মাংসের দাম ৬৫০ টাকা কেজি, খাসির মাংসের দাম ৯০০-১০০০ টাকা কেজি এবং সোনালী মুরগি কেজি প্রতি ২৫০ টাকা , বয়লার মুরগি ১৫০ টাকা কেজি।

মাছের মধ্যে বড় ইলিশ ৯০০-১০০০ টাকা কেজি, ছোট ইলিশ ৫০০-৬০০ টাকা, মাঝারি চিংড়ি ৫৫০-৫৭০ টাকা, রুপচাঁদা ৪৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles