সর্বশেষ

36.1 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বন্ধ হওয়ার উপক্রম অনেক পোশাক কারখানার

টপ নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের দাম বাড়ায় এরই মধ্যে পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে । তৈরি পোশাকখাতের উদ্যোক্তারা বলছেন, এর ফলে খরচ বাড়বে কারখানার উৎপাদন , সময়মতো অনেক কারখানা শিপমেন্ট দিতে পারবে না । শ্রমিকরা দাবি তুলবেন বেতন বাড়ানোর । এতে অনেক কারখানা উপক্রম হবে বন্ধ হয়ে যাওয়ার । পোশাকখাতের দুই সংগঠন একই মন্তব্য বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের। অর্থনীতির প্রতিটি সেক্টরেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আশঙ্কা সংশ্লিষ্টদের এই প্রভাব পড়বে বলে । দেশের বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়াকে উদ্যোক্তারা অশনি সংকেত হিসেবে দেখছেন । অনেক কারখানাই বন্ধ হয়ে যেতে পারে বলে তাদের মত । তবে সবচেয়ে বেশি আশঙ্কায় রপ্তানি আয়ের ৮২ শতাংশ নেতৃত্ব দেওয়া পোশাকখাত রয়েছে ।

এ বিষয়ে বিকেএমইএর এক পরিচালক বলেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় অধিক হারে পরিবহন ভাড়া বাড়বে । এতে অন্যান্য জিনিসের খরচ বাড়বে । নিত্যপণ্যের দাম হয়তো চলে যাবে সাধারণের নাগালের বাইরে । এতে দাবি-দাওয়া তুলবেন শ্রমিকরা তাদের বেতন বাড়াতে । অনেক কারখানাকে হয়তো ব্যবসা থেকে গুটিয়ে নিতে হবে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles