সর্বশেষ

26.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বরিশালে বন্ধ রাখা হয়েছে প্রাইভেটকার চলাচল

টপ নিউজ ডেস্কঃ বরিশাল জেলায় আগামী দুইদিন ভাড়ায় বন্ধ রাখা হয়েছে চালিত মাইক্রোবাস ও প্রাইভেটকার চলাচল । কারও চাপে নয় মূলত ‘আতঙ্কে’ ভাড়ায় চলাচল করা মাইক্রো-প্রাইভেটকারের সংগঠন জেলা ট্যাক্সি ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এই সিদ্ধান্ত নিয়েছে ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে মুঠোফোনে বিষয়টি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল নিশ্চিত করেছেন ।

তিনি জানান, আগামী দুই দিন (৪ ও ৫ নভেম্বর) আমাদের তেমন হবে না কোনো ট্রিপ । এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি না চালানোর । তবে জরুরি সেবা যেমন কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের সেবা দেব।

এই শ্রমিক নেতা বলেন, শহরে একটি রাজনৈতিক কর্মসূচি থাকায় মাইক্রো চালকদের মধ্যে আতঙ্ক কাজ করে যদি হামলা হয় তাহলে আমাদের ক্ষতি হবে ব্যাপক । এই ক্ষতির মুখে যেন না পড়তে হয় এজন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত না চালানোর । তিনি জানান, জেলায় এই সমিতির আওতায় চলাচল করে ৭০০ গাড়ি ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles