সর্বশেষ

28.5 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বাংলাদেশকে চিঠির ভিত্তিতে সহায়তার আশ্বাস আইএমএফের: কৃষিমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশের একটি চিঠির ভিত্তিতে সাড়ে চার বিলিয়ন (৪৫০ কোটি) মার্কিন ডলার আশ্বাস দিয়েছে ঋণ সহায়তার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বৃহস্পতিবার (৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এ কথা জানান । তিনি বলেন, আইএমএফ বলছে, তারা বাংলাদেশকে সাড়ে চার বিলিয়ন ডলার দেবে। এই মুহূর্তে বাংলাদেশে কোনো দরকার নেই। কিন্তু আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য… ব্রাজিলের মতো টাকা নিচ্ছে উন্নত দেশ, ভারতও আইএমএফের । এমনকি নিতে পারে ইংল্যান্ডও । বিশ্বব্যাংক একটি ঋণদাতা প্রতিষ্ঠান, পৃথিবীর সব দেশ সহায়তা নিতে পারে তাদের কাছ থেকে ।

‘আমরা চেয়েছি…তাড়াতাড়ি কোনো ধরনের আলোচনা ছাড়া, কি করে আইএমএফ সিদ্ধান্ত নেয়। তারাই…দেবে বাংলাদেশকে । পাকিস্তানের তাদের সঙ্গে কতদিন লেগেছে নেগোশিয়েট করতে। তারা জানে পাকিস্তান এটা (ঋণ) পারবে না ফেরত দিতে । শ্রীলঙ্কা পারবে না ফেরত দিতে । শ্রীলঙ্কাকে (ঋণ) দেবে কি দেবে না এখনো আইএমএফ চূড়ান্ত করতে পারেনি ।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles