সর্বশেষ

35.7 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বাংলাদেশের আরও তিনটি কারখানা ‘সবুজ কারখানা’র স্বীকৃতি পেয়েছে

টপ নিউজ ডেস্কঃ ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি),বাংলাদেশের আরও তিনটি তৈরি পোশাক কারখানাকে ‘সবুজ কারখানা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।  আজ শনিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি’র (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে সবুজ কারখানার সনদ পাওয়া এই তিন কারখানার মধ্যে রয়েছে দুটি গাজীপুরের ও একটি ময়মনসিংহের। এই তিন পোশাক কারখানাকে দেওয়া হয়েছে প্লাটিনাম রেটিং।

উল্লেখ্য, বাংলাদেশ সবুজ পোশাক কারখানা ভবনের দিক থেকে বিশ্বের শীর্ষ অবস্থান করছে। দেশের ৫৭টি পোশাক কারখানা পেয়েছে প্লাটিনাম রেটিং, ১০৫টি পেয়েছে গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। এছাড়া কোনও রেটিং পায়নি এমন কারখানা চারটি, তবে সেগুলো সনদ পেয়েছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles