সর্বশেষ

43 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশ দলের সর্বোচ্চ রানের জুটি, লিটন-রনির জুটির রেকর্ড

টপ নিউজ ডেক্স: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস ও রনি তালুকদার উদ্বোধনী জুটিতে ১২৪ রান করার মধ্য দিয়ে। এটাই টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের জুটি বাংলাদেশ দলের।

 এর আগে জিম্বাবুয়ের হারারে স্টেডিয়ামে মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার করেন ১০২ রান, ২০২১ সালে। এতদিন টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে সেটাই ছিল সর্বোচ্চ রানের জুটি।

বুধবার চট্টগ্রামে ১২৪ রানের জুটি গড়ে, নাঈম-সৌম্যর জুটিকে লিটন দাস ও রনি তালুকদার ছাড়িয়ে গেছেন। এদিন তারা দেশের হয়ে টি-টোয়েন্টিতে রানের দিক থেকে যেকোনো উইকেটের বিচারে গড়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।

এর আগে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৩২ রানের জুটি গড়েন।

বুধবার জুটির রেকর্ড গড়ার পথে ব্যক্তিগতভাবেও রেকর্ড  গড়েন লিটন। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে মাত্র ১৮ বলে দ্রুততম ফিফটির রেকর্ড  গড়েন লিটন টি-টোয়েন্টিতে।

এর আগে ২০ বলে ফিফটি করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৭ সালের বিশ্বকাপে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles