সর্বশেষ

36.7 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

বাংলাদেশ মাথা উঁচু করে আছে, এটাই সহ্য হচ্ছে না কারো কারো : লিটন

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরের নগরপিতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ মাথা উঁচু করে আছে, এটা কারো কারো সহ্য হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে শনিবার (৪ জুন) মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান।

শনিবার বিকাল ৫ টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর-এর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সমাবেশে আরো বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

বাংলাদেশ মাথা উঁচু করে আছে, এটাই সহ্য হচ্ছে না কারো কারো : লিটন
নিজস্ব ছবি

প্রধান অতিথির বক্তব্যে এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘আওয়ামী লীগ আছে বলেই দেশ সম্মানের জায়গায় পৌছে গেছে। ভারতের লোকেরা এখন আমাদের হিংসা করে। পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন, ‘পাকিস্তান ভেঙে তিন টুকরা হবে।’ আরো তিন টুকরা হবে। এই রকম অবস্থায় শ্রীলংকা ধুকছে। বাংলাদেশ কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটাই কারো কারো সহ্য হচ্ছে না। কারণ কেউ চায় আমরা হাত পেতে ভিক্ষা নিয়ে আসি, সেই ভিক্ষার চাল, সেই ভিক্ষার গম লুটপাট করে খাব। এ রকম মানসিকতা যাদের আছে, তারা মানুষ না। তারা বাংলাদেশের ভালো চায় না, কল্যান চায় না।’

আরো পড়ুনঃ প্রধানমন্ত্রীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে তানোরে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল

মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে রাসিক মেয়র আরো বলেন,  ‘আজকে আমরা সর্বক্ষেত্রে সবল হচ্ছি। সেই সবলতা ধরে রাখতে আমাদের নেত্রী শেখ হাসিনা আবারো যেন আপনাদের দোয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইশরায় আরেকবার যেন ক্ষমতায় আসতে পারেন, সেই দোয়া আমরা সবাই করি।’

এসময় দ্রব্যমূল্য বৃদ্ধিতে সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন,  ‘দ্রব্য-মূল্যের দাম নিয়ে কেউ কেউ কথা বলছে। আমি তাদের বলতে চাই দ্রব্য মূল্য এমন একটা জিনিস তার দাম কখনো সমান থাকে না।…দ্রব্যের দাম সাময়িক বৃদ্ধি হতেই পারে। সেটা নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছা আছে, সরকার কাজ করছে, ইনশাল্লাহ সবই নিয়ন্ত্রণে চলে আসবে।’

আরো পড়ুনঃ তানোরে নৌকা ফুটো করতে ভাইয়ের হাতে হাতুড়

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী,  ডাঃ তবিবুর রহমান শেখ,  রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, আজিজুল আলম বেন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য জহির উদ্দিন তেতু, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, নজরুল ইসলাম তোতা, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, আতিকুর রহমান কালু, হাফিজুর রহমান বাবু, বাদশা শেখ, মজিবুর রহমান, আলিমুল হাসান সজল, জয়নাল আবেদীন চাঁদ, ইউনুস আলী, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, কে এম জুয়েল জামান, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শাহ্মখদুম থানার সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, ৩০ নং ওয়ার্ড দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি উমা রাণী দাস, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles