সর্বশেষ

32.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাজারে নতুন দামের তেল

টপ নিউজ ডেস্কঃ গতকালই নতুন দামের সয়াবিন তেল বাজারে এসেছে । এক্ষেত্রে লিটারে ক্রেতার ১৩ থেকে ১৪ টাকা সাশ্রয় হচ্ছে । দাম কমায় সকল শ্রেণির ভোক্তা স্বস্তি প্রকাশ করেছেন । আবার তেলসহ অন্যান্য ভোগ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ।
শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ও মুদি দোকান ঘুরে এই তথ্য পাওয়া গেছে।

বাজারে নতুন আসা ১ লিটার সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা । যা আগে ১৯৮ টাকা ছিল । আর ৩৭০ টাকা দুই লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন মূল্য । যা আগে ৩৯৮ টাকা ছিল । ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল এখন ৯৩০ টাকা। যা আগে ৯৯৭ টাকা ছিল । বাজার ঘুরে দেখা গেছে, নতুন দামের পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের চাইতে চাহিদা বেশি এক ও দুই লিটারের তেলের । আবার পাড়া-মহল্লার অনেক দোকানেই এক দিনের ব্যবধানে এক লিটারের তেল শেষ হয়েছে ।

দোকানিদের ভাষ্য- নতুন দামে তেল আসার পর বেড়ে গেছে চাহিদা । নগরীর আগারগাঁও এলাকার মুদি ব্যবসায়ী রাজু আলী জানান, ‘ ১৩ টাকা কম লিটারে । তাই যার আপাতত দরকার নেই, সেও এক লিটার নিয়েছেন। তেলের দাম তো খালি ওঠানামা করে, কাস্টমার তাই কিনে রাখে।’

পান্থপথ এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘কোম্পানির থেকে আমরা যে দামে পাই, বিক্রি করি সেই দামেই । গতকাল আসছে নতুন তেল । তেল আছে। নাই সংকট ।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles