সর্বশেষ

36.4 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে আর্জেন্টিনার সানটিয়াগোর উপহার প্রদান

টপ নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে উপহার হিসেবে ঢাকা সফররত আর্জেন্টিনার ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার সানটিয়াগো কেফিয়ারো জার্সি, অলিভ অয়েল ও আচার দিয়েছেন। এর আগে আর্জেন্টিনার মন্ত্রীকে বাণিজ্যমন্ত্রী তৈলচিত্র, চামড়ার ব্যাগ ও পাটজাত পণ্য উপহার দেন ।

বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে এসব উপহার বিনিময় হয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শুরু হয় এ অনুষ্ঠান। বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও আর্জেন্টিনার পক্ষে দেশটির ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার সানটিয়াগো কেফিয়ারো এমওইউ স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, উভয় দেশের জনগণের কল্যাণ ও অর্থনীতির অগ্রগতির লক্ষ্যে দুই দেশের মধ্যে এমওইউ স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে সুযোগ সৃষ্টি হবে উভয় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ অন্যান্য দ্বি-পাক্ষিক বাণিজ্য বিনিময়ের উন্নয়ন ও বর্ধিত করার ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles