সর্বশেষ

35.6 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বারি’র বিজ্ঞানীরা পাটের আঁশ ছাড়ানোর যন্ত্র আবিষ্কার করলেন

টপ নিউজ ডেস্কঃ পাটকাঠি আস্ত রেখে পাটের আঁশ ছাড়ানোর যন্ত্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বারির ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হার্ভেস্ট প্রোসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগ এবং সিরিয়াল সিস্টেম ইনিশিয়েটিভ ফর সাউথ এশিয়া-মেকানাইজেশন অ্যান্ড এক্সটেনশন এক্টিভিটি (সিএসআইএসএ-এমইএ), সিমিট, বাংলাদেশ কর্তৃক যৌথভাবে এ তথ্য জানানো হয় আয়োজিত এক অনলাইন কর্মশালায় ।

সকালে জুম প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার কর্মশালার উদ্বোধন করেন ।

বারির সাবেক মহাপরিচালক ড. ক্ষীরোদ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনলাইন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ফেরদৌসী ইসলাম, সিমিটের বাংলাদেশ প্রতিনিধি ড. তিমোথি জে. ক্রপনিক এবং সিমিট, সিএসআইএসএ-এমইএ, বাংলাদেশের চিফ অব পার্টি ড. ওয়েন কালভার্ট

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles