সর্বশেষ

30.7 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বিএসপিএ’র পুরস্কার প্রত্যাখান করলেন সালাউদ্দিন

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশের সর্বকালের সেরা দশ ক্রীড়াবিদকে শুক্রবার (৩০ ডিসেম্বর) এক অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।

বিএসপিএ’র বিবেচনায় সাকিব আল হাসান হয়েছেন দেশের সেরা ক্রীড়াবিদ। সাবেক ফুটবলার ও বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকে দেওয়া হয়েছে দ্বিতীয় সেরার পুরস্কার। ওই সম্মাননা সালাউদ্দিনের পক্ষে প্রত্যাখান করেছেন বাফুফে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার (৩১ ডিসেম্বর) এই পুরস্কার প্রত্যাখানের বিষয়ে বাফুফের কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে। বাফুফের দাবি, কাজী সালাউদ্দিনকে দ্বিতীয় সেরার পুরস্কার দেওয়া­­-এক প্রহসন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজী মো. সালাউদ্দিনকে প্রদত্ত দ্বিতীয় সেরা ক্রীড়াবিদ পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত বাফুফের কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ নিয়মিত সভায় বিএসপিএ কর্তৃক গ্রহণ করা হয়েছে। সালাউদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। তাকে দ্বিতীয় সেরার পুরস্কার দেওয়া প্রহসন মাত্র। এটা স্বাধীন বাংলা ফুটবল দল ও ফুটবলের সঙ্গে জড়িত সবার জন্য অবমাননাকর।

শুক্রবার বিএসপিএ দেশের সেরা দশ ক্রীড়াবিদকে সম্মাননা দেয়। কাজী সালাউদ্দিন সেখানে উপস্থিত ছিলেন। মঞ্চে উঠে তিনি পুরস্কার নেন এবং জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন। ক্ষোভে তিনি অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles