সর্বশেষ

37.3 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

বিদেশি দুটি প্রতিষ্ঠানের সিরাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

টপ নিউজ ডেস্কঃ ডায়রিয়া ও কিডনি সমস্যায় ফেলতে পারে এমন শঙ্কা থেকে বিদেশি দুটি প্রতিষ্ঠানের ১২টি সিরাপ ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ সরকার জানিয়েছে । ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটে কথা বলা হয় প্রথম ভারতীয় একটি কোম্পানির চারটি ওষুধ ব্যবহার থেকে বিরত থাকার ।

সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে বলা হয়, সিরাপগুলোতে মাত্রাতিরিক্ত ইথিলিন গ্লাইকল ও ড্রাই ইথিলিন গ্লাইকল পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত অনিরাপদ ব্যবহার করা । বিশেষ করে শিশুদের এসব ওষুধ সেবনে পেটব্যথা, মাথাব্যথা,ডায়রিয়া, মানসিক সমস্যা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

ভারতের মেডেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এসব সিরাপের মধ্যে রয়েছে কোফ্যাক্সমালিন বেবি কফ সিরাপ ১২৫ এমএল, প্রোমেথাজিন ওরাল সলিউশন বিপি ১০০ এমএল, ম্যাকফ বেবি কফ সিরাপ ১০০ এমএল এবং ম্যাগ্রিপ এন গোল্ড সিরাপ ১০০ এমএল।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles