সর্বশেষ

28.5 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে নির্দেশ; আইজিপির

টপ নিউজ ডেস্কঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন সকল পুলিশ সদস্যকে ।

আইজিপি (২৪ জুলাই) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক ভার্চুয়াল সভায় প্রদান করেন এ নির্দেশনা । সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য ইউনিটের কর্মকর্তাগণ সভায় যুক্ত ছিলেন।

আইজিপি জানান , পুলিশের সকল ইউনিটে নিশ্চিত করতে হবে বিদ্যুৎসাশ্রয়ী এলইডি লাইটের ব্যবহার । পুলিশের ব্যারাকে ফ্যান এবং লাইটের কমাতে হবে ব্যবহার ।

তিনি বলেন, এসির তাপমাত্রা রাখতে হবে ২৫ ডিগ্রির উপরে । পুলিশের বিভিন্ন স্থাপনায়, বারান্দায়, করিডোরে কমাতে হবে বৈদ্যুতিক বাতির ব্যবহার । অফিস কক্ষে আইজিপি ব্যবহৃত বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন । দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করারও আইজিপি পরামর্শ প্রদান করেন। তিনি সোলার প্যানেলের মাধ্যমে গ্রীন ও ক্লিন এনার্জি ব্যবহারের ওপর আহবান জানান গুরুত্ব দেওয়ার ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles