সর্বশেষ

43.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বিরল মেঘে মালয়েশিয়ার আকাশ ছেয়ে গেল

টপ নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার সাবাহ রাজ্যের কোটা কিনাবালু শহরে শুক্রবার সকালবেলা আচমকা ঝড়ো বাতাস সঙ্গে ভারি বৃষ্টি শুরু হয় । ঘণ্টাখানেক স্থায়ী এই আবহাওয়া শহরের বাসিন্দাদের যতটা না হতভম্ব করেছে, তারচেয়ে বেশি আকাশের চেহারা চমকে দিয়েছে ।

কারণ ঝড়-বৃষ্টির আগে সেখানকার আকাশে মেঘের এক ‘বিরল’ রূপ দেখা গিয়েছিল । মালয়েশিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ‘ভয়ংকর সুন্দর’ ওই মেঘমণ্ডলের ছবি ও ভিডিওগুলো ভাইরাল ।

ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ (ইউএমএস)-এর জলবায়ু বিশেষজ্ঞ ড. রামজাহ ডাম্বুল জানান, আর্কাস নামে পরিচিত মেঘের বেশ বিরল এই গঠন এবং এটি সামনে লক্ষণ দেখায় খারাপ আবহাওয়ার । তবে তা অতিরিক্ত কোনো বিষয় নয় উদ্বিগ্ন হওয়ার মতো ।

ফেসবুকের এক পোস্টে তিনি জানানন, হ্যাঁ, ইঙ্গিত দেয় এই মেঘের গঠন খারাপ আবহাওয়ার । তবে এর ফলে কিছু হবে না টাইফুনের মতো ।
সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles