সর্বশেষ

26.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বিলাসী পণ্য পেঁয়াজ, মাংসের চেয়ে দাম বেশী

টপ নিউজ ডেস্কঃ করোনাকালীন সময়ে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে দেশে পেঁয়াজের দাম বেড়ে ৩০০ কেজি দর পযন্ত পৌঁছে যায়। সেসময় হাস্যরসের ধারায় কয়েক বিয়ে ও জন্মদিনে পেঁয়াজ উপহার ‍দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপলোড করেছিলো। বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল হলেও ফিলিপাইনে পেঁয়াজকে বর্তমানে বলা হচ্ছে  ‘লাক্সারিয়াস’ পণ্য। সেখানে পেঁয়াজের দাম এত বেড়েছে যে, পেঁয়াজ এখন মূল্যবান উপহার হিসেবে বিয়েতে দেওয়া হচ্ছে।

বিবিসির খবর অনুসারে, দেশটির রেস্টুরেন্টে বাইরে লেখা, ‘পেঁয়াজের কোনো খাবার নেই: পেঁয়াজের সংকট চলছে রেস্টুরেন্টে’। পরিসংখ্যান অনুযায়ী, ফিলিপাইনে গত মাসে পেঁয়াজের দাম বেড়েছে ৭০০ পেসো বা ১২.৮০ ডলার। দেশটিতে যা মাংসের দামের তুলনায়ও অনেক বেশি। গত ১৪ বছরের মধ্যে জীবনযাত্রার মান সবচেয়ে ব্যয়বহুল অবস্থার মধ্যে পড়েছে দেশটি। 

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এ সমস্যাকে ‘জরুরি পরিস্থিতি’ হিসেবে ঘোষণা করেছেন। এছাড়া দাম নিয়ন্ত্রণে অনুমতি দিয়েছেন লাল এবং হলুদ রংয়ের পেঁয়াজ আমদানির।

পেঁয়াজের দাম এত বেশি বৃদ্ধি পেয়েছে যে, এখন দামী পণ্য হিসেবে দেশটির বিবাহের অনুষ্ঠানে পেঁয়াজ উপহার দেওয়া হচ্ছে। এছাড়া এখন পেঁয়াজ চুরির ঘটনা ব্যাপকভাবে বেড়েছে দেশটিতে। একই সঙ্গে দেশটির বিমানবন্দরে অনেকে আটক হচ্ছেন পেঁয়াজসহ। চলতি মাসে অবৈধভাবে পেঁয়াজ নিয়ে আসার দায়ে অভিযুক্ত হন ফিলিপাইন এয়ারলাইন্সের ১০ জন ক্রু। প্রায় ৪০ কেজি পেঁয়াজ উদ্ধার করা হয় তাদের লাগেজ থেকে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles