সর্বশেষ

30.8 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিশ্বকাপে ইতিহাস গড়েছে মরক্কো

টপ নিউজ ডেস্কঃ চমকের পর চমক দেখিয়ে হাকিমি-জিয়াশরা গড়েছেন ইতিহাস। দোহার আল থুমামা স্টেডিয়ামে গতকাল তৃতীয় কোয়ার্টার-ফাইনালে প্রথমার্ধে ইউসেফ এন-নেসিরির করা একমাত্র গোলে পর্তুগালকে বিদায় করে সেমি-ফাইনালের টিকেট পেয়ে এই ইতিহাস গড়ে ওয়ালিদ রেগরাগির দল। এর মাধ্যমে আফ্রিকার প্রথম দেশ হিসেবে তারা জায়গা করে নেয় বিশ্বকাপের শেষ চারে।

ম্যাচ শেষ হতেই আল থুমামা স্টেডিয়ামে আনন্দ হিল্লোল বয়ে যায় মরক্কোর ভক্তদের মধ্যে। উচ্ছ্বাসের ব্যপ্তি ছড়িয়ে যায় কোত দি ভয়ার আবিদজান থেকে শুরু করে সৌদি আরবের রিয়াদ পর্যন্ত। মরক্কানদের এই বিজয় আফ্রিকা ও আরব বিশ্বের জন্যও ঐতিহাসিক।

আফ্রিকার দেশগুলোর বিশ্ব সেরার মঞ্চে সেরা সাফল্য ছিল কোয়ার্টার-ফাইনালে খেলা। তা ছাড়িয়ে যাওয়ায় দলটিকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন আফ্রিকান ইউনিয়নের সভাপতি মাকি সাল।

এছাড়া লিবিয়া, ইরাক, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের শাসকদের পাশাপাশি আরব এবং আফ্রিকার রাজনৈতিকরাও ও ক্রীড়াবিদরাও টুইটারে মরক্কোকে শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Sourcebdnews24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles