সর্বশেষ

29 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বিশ্বকাপ জেতায় মেসিকে সম্মানের প্রতীক হিসেবে পরানো হয় কালো আলখাল্লা

টপ নিউজ ডেস্কঃ চ্যাম্পিয়ন দলের হয়ে শিরোপা হাতে নেওয়ার আগে লিওনেল মেসিকে কালো আলখাল্লা পরিয়ে কাতারের আমির তামিম বিন হামাদ দিয়েছেন । কাতার সংস্কৃতিকে সাধারণত এ পোশাক মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা পরেন ।

বিশ্বকাপ জেতায় মেসিকে সম্মানের প্রতীক হিসেবে পরানো হয়েছে এমন পোশাক । এ পোশাকের নাম ‘বিস্ত’ কাতারি ভাষায় । দেশটিতে মূলত গুরুত্বপূর্ণ এবং ভিআইপিরা এ পোশাক পরে থাকেন।

তবে মেসিকে এমন পোশাক পরানোয় সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে ।

তবে এ পোশাক নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাননি বিশ্বজয়ী চ্যাম্পিয়ন ফুটবলের ম্যাজিকম্যান লিওনেল মেসি। আলখাল্লা পরে কাপ নিয়ে বিজয়োল্লাসে তিনি মেতেছেন ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles