সর্বশেষ

36.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বিশ্ববাজারে তেলের দাম আরেকটু কমলে,দাম সমন্বয় করা হবে’

প নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন বিশ্ববাজারে যদি তেলের দাম কমে আসে তাহলে দাম সমন্বয় করবো দেশে। আগামী কয়েক মাসের মধ্যে কয়েকবারই সমন্বয় করতে হতে পারে এই দাম । এসময় সকলের পাশে থাকা উচিতেএকসাথে ।

রবিবার (১৪ আগস্ট) ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি’ নিয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত সেমিনারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সামনের আগামী মাসের শেষের (সেপ্টেম্বর) দিকে আমরা লোডশেডিং থেকে আসতে পারবো বের হয়ে । বিশ্ব পরিস্থিতির কারণে সংকটে আছি আমরাও । সাময়িক সমস্যা এটি । বিশ্ব পরিস্থিতি যদি আর খারাপ না হয় তাহলে ভালোর দিকে যাবো আমরা ।

নসরুল হামিদ বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে তৈরি হয়েছে সাময়িক সংকট । বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ক্ষতি হয়েছে ৮ হাজার কোটি টাকার ওপরে । সেজন্য আমরা দাম সমন্বয় করেছি কেবলমাত্র, বাড়াইনি তেলের দাম । যে পরিস্থিতি যাচ্ছে তাতে আমাদের সমন্বয় করতে হবে নিয়মিত ।

সম্পাদকঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles