সর্বশেষ

28.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বিশ্বের বিভিন্ন দেশে সুপারমুন

টপ নিউজ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বড় ও উজ্জল সুপারমুন ‘বাকমুন’কে দেখা গেল । চাঁদের ভিন্নরকম এ সৌন্দর্য দেখতে গ্রিক উপকূল থেকে শুরু করে স্পেন, চীনসহ বিভিন্ন দেশের সমুদ্রসৈকতে উৎসুকরা ভিড় করেন । বিশ্বের দেশে দেশে সুপারমুন কক্ষপথে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে প্রদক্ষিণ করে তখন স্বাভাবিকের চেয়ে বড় আকার ধারণ করায় এর নাম হয় সুপারমুন।

বিশ্ববাসী অপরূপ এক মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী। গোলাপি আভায় রাঙানো চলতি বছরের বৃহত্তম ও চাঁদের রূপ সবচেয়ে উজ্জ্বল । একে বলা হয় ‘বাকমুন’ও ।

২০২২ সালের প্রথম সবচেয়ে বড় সুপারমুন চীনের আকাশে দেখা গেল । এ সুপারমুনের দূরত্ব পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৫৭ হাজার ২৬৪ কিলোমিটার। চাঁদের এই সৌন্দর্য সরাসরি উপভোগ করছেন অনেকেই।

গ্রিক উপকূলেও মনোমুগ্ধকর সুপামুনের দৃশ্যের দেখা মিলেছে । বাকমুনের স্পেনবাসীও সাক্ষী হয়েছেন ।

স্বাভাবিকের তুলনায় বড় চাঁদ হলো সুপারমুন । কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে একসময় পৃথিবীর সবচেয়ে কাছে চাঁদ চলে আসে । ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী ঠিক একে অন্যের বিপরীতে চাঁদ আর সূর্য থাকে । তখন খালি চোখে অনেক বড় মনে হয় চাঁদকে দেখে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles