সর্বশেষ

28.5 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বিশ্ব পরিযায়ী পাখি দিবস

টপ নিউজ ডেস্কঃ বর্তমানে বিশ্বের জলবায়ুর ব্যাপক পরিবর্তন হয়েছে ও হচ্ছে। যার ফলে নিয়মিত পাখিদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। এর ফলে পরিযায়ী পাখিরা মারাত্মকভাবে খাদ্য সংকটের মধ্যে পড়েছে। এই অবস্থা দূর করাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য। তাই পরিযায়ী পাখিদের সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে ২০০৬ সাল থেকে এই দিবস পালন করা শুরু হয়।

পরিযায়ী পাখিদেরকে আগে অতিথি পাখি বলা হত। কিন্তু গবেষণা করে দেখা গেছে, এরা আসলে অতিথি নয় বরং এরা যেদেশে যায় সেখানে ডিম পাড়ে এবং সেই ডিম ফুটিয়ে বাচ্চা বের না হওয়া পর্যন্ত সেখানে বাস করে। অর্থাৎ বছরের বেশ কিছু সময় তারা ভিনদেশে বাস করে। আর নিজ দেশে বাস করে স্বল্প সময়ের জন্য।

পরিযায়ী পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা এবং পাখিদের বিচরণস্থল সংরক্ষণে উদ্যোগী হওয়ার আহ্বান জানাতে প্রতিবছর ১০ এবং ১১ মে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles