সর্বশেষ

43.9 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বুলেট ট্রেনে হঠাৎ ৫ আততায়ী হাজির

টপ নিউজ ডেস্কঃ জাপানের টোকিও থেকে মরিওকা পর্যন্ত চলা একটি বুলেট ট্রেনে হাজির হয় পাঁচ ভাড়াটে খুনি। সবাই ব্যস্ত যার যার মিশন বাস্তবায়নে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে বোঝা যায়, পাঁচজনের কাজ পরস্পরের সঙ্গে জড়িত। তখনই বাধে তুলকালাম। এমন গল্প নিয়েই ‘ডেড পুল টু’, ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’খ্যাত ডেভিড লিচের নতুন ছবি ‘বুলেট ট্রেন’। ডেভিড লিচের ছবি—ছবিটি নিয়ে সিনেমাপ্রেমীদের ব্যাপক আগ্রহের অন্যতম কারণ এটি। আরেকটি কারণ অবশ্যই ছবিতে ব্রাড পিটের উপস্থিতি। পাঁচ আততায়ীর একজন তিনি।

‘অ্যাড অস্ট্রা’র তিন বছর পর ব্রাডকে দেখতে বলা যায় মুখিয়ে আছেন দর্শক। এর মধ্যে কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন তিনি। মাঝে ‘দ্য লস্ট সিটি’তে দেখা গেলেও সেভাবে নজর কাড়তে পারেননি। ৫ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ‘বুলেট ট্রেন’। একই দিনে রাজধানীর স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে ছবিটি। জাপানি উপন্যাস ‘মারিয়া বিটল্’ অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবি।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles