সর্বশেষ

43.9 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

টপ নিউজ ডেস্কঃ এবারের ‘বেগম রোকেয়া পদক ২০২২’ পদক দেওয়া হবে নারী শিক্ষা, নারী অধিকার, আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদানের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ বাংলাদেশি পাঁচ নারীকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এসব ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশি নারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। 

মঙ্গলবার (১৪ জুন) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। সেখানে জনোনো হয়, আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েব-সাইটে (www.dwa.gov.bd) পাওয়া যাবে। এই দুইটি ওয়েব-সাইটে প্রকাশিত ‘ছক’ ছাড়া অন্য কোনো ছকের আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না। 

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আগ্রহীদের পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখ করে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনের সফটকপি ই-মেইলে (sasadmn2@gmail.com) বা ডাকযোগে কিংবা সরাসরি দুই সেট হার্ডকপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠাতে হবে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles