সর্বশেষ

43.2 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

‘বৈশ্বিক মন্দায়ও বাংলাদেশ অর্থনীতি স্থিতিশীল রেখেছে ’

টপ নিউজ ডেস্কঃ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বয়স আগেই ৫০ বছর পার হয়েছে । করোনা মহামারির মধ্যে বিশ্বের অনেক দেশ আর্থিক চ্যালেঞ্জের মধ্যে থাকলেও জোরালো ছিল বাংলাদেশের প্রবৃদ্ধি । আবার চলতি বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বের বহু দেশ ভুগতে শুরু করেছে ।

তবে আঞ্চলিক ভূ-অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও নিজেদের অর্থনীতি বাংলাদেশ স্থিতিশীল রেখেছে । সোমবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমে । প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় পার করে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ নিজেদের । উৎপাদন খাতের বিস্তৃত ভিত্তি এবং অবকাঠামো প্রকল্পে উদ্দীপনাসহ এটি এশিয়ার জন্য হতে পারে একটি শক্তিশালী অর্থনীতি ।

১৯৭১ সালের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে অভিহিত করেছিলেন ‘তলাহীন ঝুড়ি’ বলে । এরপর সেই জায়গা থেকে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ । সদ্য উদ্বোধন হওয়া পদ্মা সেতুটি দাঁড়িয়ে আছে সগৌরবে । যেসব আন্তর্জাতিক সংস্থা এই সেতুর অর্থায়নে অস্বীকৃতি জানিয়েছিল তারাই এখন এটি সম্পূর্ণ হওয়ায় অভিনন্দন জানাচ্ছে বাংলাদেশকে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles