সর্বশেষ

39.4 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ব্রাজিলে দ্বিতীয় দফা নির্বাচন

টপ নিউজ ডেস্কঃ ব্রাজিলে দ্বিতীয় দফা নির্বাচনের বাকি রয়েছে আর মাত্র ১১ দিন । এবারের নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার সাথে প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর কমে এসেছে জয়-পরাজয়ের ব্যবধান ।

বুধবার প্রকাশিত নতুন এক মতামত জরিপ থেকে জানা গেছে এ তথ্য । ডেটাফোলহা ইনস্টিটিউট পরিচালিত নতুন জরিপে অংশগ্রহণকারী ভোটারদের ৫২ শতাংশ বামপন্থী প্রার্থী লুলাকে এবং ৪৮ শতাংশ ভোটার কট্টর ডানপন্থী প্রার্থী সমর্থন জানান বোলসোনারোকে । এক সপ্তাহ আগে চালানো জরিপে এ ব্যবধান বেশি ছিল কিছুটা । ওই জরিপে ৫৩ শতাংশ ভোটার লুলাকে এবং ৪৭ শতাংশ ভোটার বোলসোনারোকে সমর্থন জানিয়েছিলেন।

ডেটাফোলহা ইনস্টিটিউট জানায়, জরিপে অংশ নেয়াদের পাঁচ শতাংশ কাউকেই ভোট না দেয়ার কথা জানান। তারা রয়েছেন বাইরে এ হিসাবের ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles