সর্বশেষ

43.2 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ভালো ও দক্ষ মানুষের মাঝে পার্থক্য আছে : রাজশাহী কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদকঃ ভালো ও দক্ষ মানুষের মাঝে পার্থক্য আছে, শুধু দক্ষ হলে হবে না ভালো মানুষও  হতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। আজ বুধবার (২৫ জানুয়ারি) রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ‍দিবস উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতাত্তোর যে অগ্রগতি চাকা চালনা করেছিলেন তা তাঁর মৃত্যুর পর থেমে গিয়েছিল। আমরা এখন উন্নয়ন করছি কিন্তু বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের আরো উন্নয়ন করতে হবে। আমরা তোমাদের একটা উন্নত পরিবেশ দিতে সক্ষম হয়েছি। এখন তোমাদের দায়িত্ব তোমাদের পরবর্তী প্রজন্মকে সোনার বাংলা উপহার দেওয়া।

প্রফেসর মোহাঃ আব্দুল খালেক আরো বলেন, আমরা সফ্ট স্কিল্ড বলতে শুধুমাত্র কম্পিউটার ‍শিক্ষা বুঝি কিন্ত আমাদের মমত্ব, সততা এগুলোও সফ্ট স্কিল্।… আমাদের সফ্ট স্কিল্ সম্পন্ন হতে হবে। আমাদের দক্ষ হতে হবে। তবে শুধু দক্ষ নয় ভালো মানুষ হওয়াও জরুরী।

অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাঃ তায়জুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, মূখ্য আলোচক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আখতার বানু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রভাষক কামরুল হাসান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles