সর্বশেষ

31.3 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

ভাড়া মাত্র ১৫ টাকা গরিবের হোটেলে

টপ নিউজ ডেস্কঃ একটি টিনশেড ঘর ২২ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের । এ ঘরের মেঝেতে প্রায় ৫০ জন শুয়ে আছেন । পেশায় সবাই এরা দিনমজুর। সারাদিন ক্ষেত-খামারে কাজ করে রাতে ঘুমান এ ঘরে । প্রতি রাতের জন্য ভাড়া ১৫ টাকা। দিনমজুরদের থাকার এ ঘরগুলো ‘লেবার বোর্ডিং’ নামে স্থানীয়দের কাছে পরিচিত। আবার অনেকেই ‘গরিবের হোটেল’ নাম দিয়েছেন ।

পাবনার ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী গ্রামের আনন্দবাজারের আশেপাশেই পাঁচটি লেবার বোর্ডিং গড়ে উঠেছে । এসব বোর্ডিংয়ে শুয়ে ঘুমানোর জন্য কোনো চৌকি বা খাট নেই। মেঝেতে খেজুরের পাটি বা প্লাস্টিকের চট বিছিয়ে নিজস্ব কাঁথা-বালিশে ঘুমান দিনমজুররা । যারা দীর্ঘদিন ধরে আছেন তাদের অনেকের নিজস্ব ট্রাঙ্ক রয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায় সরেজমিনে গিয়ে দেখা গেল, কাজ থেকে ফিরে রান্নার আয়োজনে ব্যস্ত বেশ কয়েকজন । ৫-৭ জন একত্র হয়ে রান্না করছেন। বোর্ডিংয়ে ঘর রয়েছে মোট ১০টি। এখানে থাকতে পারেন ২৫০ থেকে ৩০০ জন শ্রমিক ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles