সর্বশেষ

37.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ভোজ্যতেলের দাম কমলো ভারতে

টপ নিউজ ডেস্কঃ পেট্রলের পর ভারতে এবার ভোজ্যতেলের দামও কমলো । গত সপ্তাহে ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই ভোজ্যতেলের দাম নিম্নমুখী ভারতে । মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে সয়াবিন, পাম, সরিষা- রান্নায় ব্যবহৃত প্রায় সব ধরনের তেলের দামই দেখা গেছে উল্লেখযোগ্য হারে কমতে ।

সোমবার (২৩ মে) ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে দাম কমেছে বেশিরভাগ তেলবীজের । ফলে কাচি ঘানি সরিষার তেলের দাম কমেছে (১৫ কেজি) ৪০ রুপি প্রতি টিনে । এছাড়া সয়াবিনের দাম কমেছে চার থেকে পাঁচ রুপি লিটারপ্রতি ।

জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে সরিষার দাম প্রতি কুইন্টালে (১০০ কেজি) ১০০ রুপি কমে ৭ হাজার ৫১৫ থেকে ৭ হাজার ৫৬৫ রুপি হয়েছে ভারতে । এর পরিপ্রেক্ষিতে সরিষা দাদরি তেলের দাম করা হয়েছে ২৫০ রুপি কমিয়ে কুইন্টালপ্রতি ১৫ হাজার ৫০ রুপি । সরিষা পাক্কি ঘানি ও কাচ্চি ঘানি তেলের দাম প্রতি টিনে (১৫ কেজি) ৪০ রুপি কমিয়ে যথাক্রমে ২ হাজার ৪০৫ থেকে ২ হাজার ৫১৫ রুপি এবং ২ হাজার ৩৬৫ থেকে ২ হাজার ৪৪৫ হয়েছে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles