সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মণ্ডপে মণ্ডপে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে মহা সপ্তমী

টপ নিউজ ডেস্কঃ আজ রবিবার (২ অক্টোবর) বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা সপ্তমী। সপ্তমীর নানা আচার অনুষ্ঠান মণ্ডপে মণ্ডপে চলছে।

সপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয় নব পত্রিকায় প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্যে দিয়ে। খাদ্য সংকট কাটাতে নব প্রত্রিকা সাজানো হয় ৯টি উদ্ভিদ দিয়ে। এরপর ত্রিনয়নী দেবী দুর্গার প্রতিমায় চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয়।

ভক্তরা দেবীকে আসন, বস্ত্র, স্নানীয়, পুষ্পমাল্য, নৈবেদ্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন। তারা দিনের শুরু করেন উপোষ রেখে মায়ের পায়ে ফুলের অঞ্জলি দিয়ে চরণামৃত পান করে। ভক্তদের মায়ের কাছে প্রার্থনা হয়, যুদ্ধ, বিগ্রহ হানাহানিমুক্ত একটি শান্তির পৃথিবী।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles