সর্বশেষ

28.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মন্ত্রিসভার অনুমোদন পেল সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন

টপ নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২২’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার (২০ জুন) বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন।

তিনি বলেন, খসড়া আইন অনুযায়ী জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে ১৮ থেকে ৫০ বছর পর্যন্ত দেশের সব নাগরিক পেনশন হিসাব খুলতে পারবেন। এতে বিদেশে থাকা বাংলাদেশি কর্মীরাও চাঁদা দিয়ে অংশ নিতে পারবে। প্রত্যেককে কমপক্ষে ১০ বছর চাঁদা দিতে হবে।

আনোয়ারুল ইসলাম আরো বলেন, ৬০ বছর পূর্ণ হওয়ার পর থেকে চাঁদা প্রদানকারী ব্যক্তি পেনশন পাওয়া শুরু করবে। তবে চাঁদা কত হবে, তা বিধি করে নির্ধারণ করা হবে।

তিনি আরো জানান, পেনশনাররা আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত এই পেনশন সুবিধা ভোগ করবেন। পেনশন চলাকালীন অবস্থায় পেনশনার ৭৫ বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে, চাঁদা জমাকারীর নমিনি তখন অবশিষ্ট সময়কালের জন্য ওই মাসিক পেনশন পাবেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles