সর্বশেষ

29.8 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মহাকাশে ধেয়ে আসছে ২৩ টন ওজনের রকেট

টপ নিউজ ডেস্কঃ মহাকাশে ধেয়ে আসছে চীনের পাঠানো একটি রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীর দিকে । ধ্বংসাবশেষটির ওজন ২৩ টন এবং আগামী শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যার মধ্যে পৃথিবীর যে কোনো স্থানে এটি আছড়ে পড়বে বলে একাধিক মার্কিন সংস্থা দাবি করেছে ।

গত কয়েক বছর ধরেই চীন মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরির কাজ করছে।

ইতোমধ্যে পাঠানো হয়েছে তিয়াংগং নামের এই স্পেস স্টেশনটির দু’টি মডিউল মহাকাশে , তৃতীয় মডিউল পাঠাতে চীন গত ৩১ অক্টোবর নিজেদের বৃহত্তম রকেট লংমার্চ ৫বি উৎক্ষেপণ করে ।

পৃথিবীর দিকে ধেয়ে আসা ২৩ জন ওজনের বস্তুটি সেই লংমার্চ ৫বি’রই ধ্বংসাবশেষ বলে এক প্রতিবেদনে বৈশ্বিক প্রযুক্তি ও ইলেকট্রনিক্স পণ্যের বাজার বিশ্লেষণকারী মার্কিন ওয়েবসাইট সিএনইটি উল্লেখ করেছে ।

চীনের বৃহত্তম রকেট লংমার্চ ৫বি আকার-আয়তনে একটি ১০ তলা ভবনের সমান।

সৌরজগতের গ্রহ উপগ্রহের কক্ষপথ বিশ্লেষণকারী মার্কিন সংস্থা অ্যারোস্পেস কর্পোরেশন জানিয়েছে এক বিবৃতিতে, রকেটটির যে নেমে আসছে ধ্বংসাবশেষ পৃথিবীতে , বায়ুমণ্ডলে প্রবেশের পর তার একটি বড় অংশই হয়ে যাবে পুড়ে ছাই , কিন্তু ক্ষুদ্র একটি অংশ থেকে যাবে অক্ষত। সেই অক্ষত অংশটিরই প্রায় ২৩ টন ওজন ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles