সর্বশেষ

29 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা

টপ নিউজ ডেস্কঃ সাতসকালে রাজধানী ঢাকা মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে । রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। অনেকের ঘুম ভাঙে এই কাঁপুনিতে। তবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার পাশে দোহারে। সেখানকার বাসিন্দারা প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করেন।

স্থানীয়রা জানান, দোহারের যে অংশটিতে ভূমিকম্পের উৎপত্তিস্থল সেখানে প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করেন তারা। ঘরের তক্তার উপর পড়ে যায় থাকা হাড়ি পাতিল । অনেকে আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন।

তবে ঝুঁকিপূর্ণ কোনো ভবনে ফাটল ধরেছে কি না সেই তথ্য পাওয়া যায়নি এখনো পর্যন্ত। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। ঢাকার সন্নিকটে দোহারে উৎপত্তিস্থল হওয়ায় রাজধানীবাসী অনুভব করেছে তীব্র মাত্রার কম্পন ।

এদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার প্রাথমিকভাবে জানিয়েছিল, রিখটার স্কেলে ৫ দশমিক ২ ভূমিকম্পের মাত্রা ছিল। পরে তা কমিয়ে ৪ দশমিক ৩ বলে জানায়। আর ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরতা ছিল ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles