সর্বশেষ

43.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

মানবাধিকার কাজ করবে রক্ষার ব্যাপারে:আইনমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, মানবাধিকার রক্ষার ব্যাপারে অত্যন্ত আন্তরিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার । তাই সরকার মানবাধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনকে প্রস্তুত সবরকম সহযোগিতা করতে।

তিনি বলেন, শুধু এ কমিশন নয়, যে কেউ মানবাধিকার কাজ করবে রক্ষার ব্যাপারে , সরকার তাকেই সহায়তা করবে।

সোমবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনমন্ত্রী আনিসুল হক এমপির সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে কমিশনের সদস্যরা সাক্ষাৎকালে আইনমন্ত্রী একথা বলেন। শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষার বিষয়ে আনিসুল হক গুরুত্ব আরোপ করে বলেন, দেশের ৮০-৮৫ ভাগ মানুষ যেখানে বসবাস করে সেখানে জাতীয় মানবাধিকার কমিশন পৌঁছাতে পারেনি এখনো , এসব জায়গায় কমিশনকে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, গ্রামীণ এলাকা ও তৃণমূল পর্যায়ের অধিকাংশ মানুষ এখনো সচেতন নয় তাদের অধিকার সম্পর্কে । এসব মানুষকে সচেতন করতে হবে এবং কমিশনকে সফল হতে হলে সচেতনতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। এজন্য আইনমন্ত্রী উপজেলা পর্যায়ে সেমিনার, সিম্পোজিয়াম ও শিশুদের রচনা প্রতিযোগিতাসহ অন্যান্য প্রচার কার্যক্রম বাড়ানোর পরামর্শ দেন ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles