সর্বশেষ

32.9 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

মান্দায় গ্রাম পুলিশের বিরুদ্ধে বিধবা নারীর শ্লীলতাহানির অভিযোগ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ১নং ভাঁরশো ইউপির ইয়াছিন আলী নামে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে এক বিধবা নারী কে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ঐ বিধোবা নারী গ্রাম পুলিশের বিরুদ্ধে বিচারের দাবিতে মান্দা থানায় একটি লিখিতো অভিযোগ করেছেন।

ভূক্তভোগী নারী জানান, তিনি তার স্বামীর মৃত্যু পর তিন সন্তান নিয়ে এক কুড়ে ঘরে বসবাস করেন। কিন্তু ঐ গ্রাম পুলিশ ইয়াছিন আলী প্রায় তাকে অশ্লীল কথা বলে এবং  তাকে একা পেয়ে ঘরের ভেতরে টেনে  নিয়ে যাবার জন্য চেষ্টা করে। 

স্থানীয়  এলাকাবাসী জানান, গ্রাম পুলিশ ইয়াছিন আলী প্রায় এই রকম ঘটনা ঘটায়, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে গ্রাম পুলিশ ইয়াছিন আলীর সাথে কথা হলে তিনি জানান আমার গ্রাম পুলিশের  চাকরি খাওয়ার জন্য এরকম মিথ্যা অপবাদ দিয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান  অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles