সর্বশেষ

33.1 C
Rajshahi
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

মার্কিন নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ বললেন পররাষ্ট্রমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশেরপররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যাদের নিজেদের নির্বাচন প্রশ্নবিদ্ধ, তাদের বাংলাদেশের নির্বাচন নিয়ে চিন্তা মানায় না। বাংলাদেশের নির্বাচনে লুকোচুরি হয় না। আজ রোববার (৮ জানুয়ারি) সকালে সাংবাদিকদের প্রশ্নে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে ৬টি ই-গেইট মন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপত্র নেড প্রাইসের বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করার ঘোষণার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো লুকোচুরি হয় নাবাংলাদেশের নির্বাচন নিয়ে। যেকোনো দেশ চাইলে পর্যবেক্ষণ করতে পারে।’ এরপরই তিনি সেদেশের ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন,‘আমেরিকার ৭২ শতাংশ জনগণ মনে করেন তাদের দেশে গণতন্ত্র খুব দুর্বল। আর তাদের গত নির্বাচন ছিল ভুয়া এটা সেখানকার রিপাবলিকান পার্টির ৭৭ শতাংশ লোকজন মনে করে। তারা মনে করে ভোট চুরি হয়েছে। আমাদের দেশেরও আছে এমন কিছু লোক। তবে তারা সংখ্যায় খুব কম।’

এছাড়াও মন্ত্রী ‘তাদের দেশে (যুক্তরাষ্ট্র) কত শতাংশ লোক ভোট দেয়?’ বলে প্রশ্ন তুলেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles