সর্বশেষ

36.1 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মা তে চান নারী,দারস্থ হলেন আদালতের

টপ নিউজ ডেক্সঃ নাগরিক অধিকার আদায়ের বাস্তব এক ঘটনা ঘটেছে ভারতের যোধপুরে।সম্প্রতি মা হতে চাওয়া এক নারীর আবেদনে সাড়া দিয়েছেন ভারতের উচ্চ আদালত।

জানা গেছে, রেখা নামক এক গৃহবধূ মা হতে চান। কিন্তু খুনের মামলা যাবজ্জীবন সাজা খাটছেন তার স্বামী নন্দলাল। এ অবস্থায় মাতৃত্বের অধিকার চেয়ে যোধপুর হাইকোর্টে আবেদন করেন ওই নারী। আর সেই আবেদনে সাড়া দিয়ে ১৫ দিনের জন্য তার স্বামীকে প্যারোলে মুক্তি দিয়েছেন উচ্চ আদালত।

রেখার আবেদনে বলা হয়েছে,মা হতে চান তিনি। কিন্তু স্বামী জেলে থাকায় তা সম্ভব হচ্ছে না। একজন নারীর সন্তান ধারণ প্রাথমিক অধিকারের মধ্যে পড়ে।

ওই নারীর দাবি যথাযথ বলে মনে করেন আদালতের ডিভিশন বেঞ্চের বিজ্ঞ দুই বিচারপতি সন্দীপ মেহেতা এবং ফারজাদ আলি। তাঁরা আবেদনটি আমলে নিয়ে ১৫ দিনের জন্য ওই নারীর স্বামীকে প্যারোলে মুক্তি দিচ্ছে।

আদালত বলেন,তারা মনে করেন এটা তার অধিকার। দেশের আইন এ অধিকার থেকে কোনো নারীকে বঞ্চিত করতে পারে না

। উল্লেখ্য যে, একটি খুনের মামলায় ওই নারীর স্বামী নন্দলালকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন রাজস্থানের ভিলওয়াড়া আদালত। সম্প্রতি তার স্ত্রী রেখা যোধপুর হাইকোর্টের দ্বারস্থ হন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন ও এনডিটিভি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles