সর্বশেষ

43.9 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মীর মশাররফ হোসেন সাহিত্য পদক-২০২১ পাচ্ছেন আরিফুল হক কুমার

টপ নিউজ ডেস্কঃ কবি ও সাহিত্যিক সংগঠক আরিফুল হক কুমার পাচ্ছেন মীর মশাররফ হোসেন সাহিত্য পদক-২০২১ । প্রতিবছরই গুণীজনদের এ পদক প্রদান করে আসছে রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ।

আজ সোমবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানিয়েছেন, আগামী ১লা এপ্রিল রাজবাড়ী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সাহিত্য সম্মেলনে এ পদক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

এ বিষয়ে কবি আরিফুল হক কুমারের সাথে কথা বললে তিনি জানান, এ প্রাপ্তি শুধু আমার একার নয়, যেহেতু আমি সংগঠন করি ফলে এ অর্জন সকলের। পুরস্কার পেলে তো ভালোই লাগে, এতে কাজের দায় আরো বেড়ে যায়।

কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফুল হক কুমারের জন্ম ১৯৫৬ সালের ১৬ ডিসেম্বর। রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের অগ্রভাগে দেখা মেলে তার। কবি ও লেখকদের সর্ববৃহৎ সংগঠন কবিকুঞ্জের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার প্রকাশিত কবিতার বই: ঘাসের আঙ্গোট (২০০৯), পোড়ামেঘ অথবা গোত্রহীন মৃত্যু (২০১১), স্বপ্নের উল্কি (২০১২), হাওয়ার লিরিক (২০১৫) ও পানপাত্রে ডাইনির ঠোঁট (২০২৭)।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles