সর্বশেষ

42.9 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত সরকার পাশে দাঁড়িয়েছিল:প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ ‘যুদ্ধ-পরবর্তী সময়ে একটা টাকা রিজার্ভ ছিল না, পাকিস্তানিরা সব নিয়ে গিয়েছিল। কারেন্সিগুলো পুড়িয়ে দিয়ে গেল।

যুদ্ধকালীন সময়ে কেউ চাষাবাদ করতে পারেনি। তেমন দায়িত্ব নিলেন একটা বিধ্বংস্ত দেশের তিনি (বঙ্গবন্ধু) । মাত্র ৯ মাসে একটি সংবিধান উপহার দিয়েছিলেন।’

রোববার (১৮ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত সরকার, সে দেশের জনগণ সময় দাঁড়িয়েছিল আমাদের পাশে। এর সঙ্গে সঙ্গে অন্যান্য দেশগুলো রাশিয়াসহ বিভিন্ন দেশ, এমন কী পশ্চিমা দেশগুলোতেও কোনো কোনো সরকার সমর্থন না দিলেও তাদের জনগণ সমর্থন দিয়েছিলেন আমাদের। আমেরিকা সরকার পাকিস্তানিদের সহযোগিতা করলেও আমেরিকার জনগণ আমাদের পাশে ছিল। আমাদের সহযোগিতা করেছিল।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles